কটূক্তির জবাব!

বিনোদন: ‘নতুন পথচলা শুরু৷ আমরা তিনজন৷’ টুইটারে লিখেছেন বলিউড তারকা নেহা ধুপিয়া। বিয়ের ১০৭ দিন পর গত শুক্রবার তিনি জানালেন, শিগগিরই মা হচ্ছেন। পরদিন শনিবার মুম্বাইয়ে ল্যাকমে ফ্যাশন উইকে ডিজাইনার পায়েল সিংঘলের নকশা করা লেহেঙ্গা-চোলি পরে র্যাম্পে হেঁটেছেন এই বলিউড সুন্দরী। পরে সাংবাদিকদের বলেন, ‘এই হাঁটা আমার জন্য সবচেয়ে স্মরণীয়। আর আমি খুবই খুশি, কারণ আমার এই মাতৃত্ব পুরোপুরি উপভোগ করতে পারছি। আজ আমার এই র‌্যাম্পে হাঁটা ভিডিওতে বন্দী হয়ে গেছে। আমার সন্তানকে পরে তা দেখিয়ে বলতে পারব, ভ‚মিষ্ঠ হওয়ার আগেই র্যাম্পে তার অভিষেক হয়ে গেছে। এটা সত্যি দারুণ অনুভ‚তি!’
গত ১০ মে সকালে বিয়ে করেছেন বলিউড তারকা নেহা ধুপিয়া। বর ক্রিকেটার বিষেণ সিং বেদির ছেলে চিত্রতারকা ও মডেল অঙ্গদ বেদি। এরপর রাতে তাঁরা মধুচন্দ্রিমার জন্য উড়াল দেন যুক্তরাষ্ট্রে। এরপরই শোনা যায়, নেহা অন্তঃসত্ত¡া হওয়ায় তড়িঘড়ি এই বিয়ের আয়োজন করা হয়। তখন এ ব্যাপারে কোনো মন্তব্য কিংবা প্রতিবাদ করেননি তাঁরা দুজন।
প্রতিবাদ কিংবা মন্তব্য না করলেও এসব কথা মেনে নিতে পারেননি নেহা ধুপিয়া। স¤প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ‘আমি কেন ঢিলে জামা পরছি, আমার ওজন কেন বেড়ে যাচ্ছেÑএসব প্রশ্ন শুনতে শুনতে আমি বিরক্ত। মা হওয়া একটা বিশেষ অনুভ‚তি৷ আমি অবশ্যই সবাইকে জানাতে চেয়েছি। কিন্তু সঠিক সময় জানাতে চেয়েছিলাম৷ চুপ ছিলাম বলে তা নিয়ে এত কথা হয়েছে। তবে এটা ঠিক, কে কী ভাবল, বলল, আমার তাতে কিছুই যায়-আসে না৷ তাই এসব কথায় কান দিইনি৷’

No comments

Powered by Blogger.