dhallywood
গাড়ি কিনলেন ফারিয়া
নুসরাত ফারিয়া এ পর্যন্ত বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। অনেক আগেই তিনি বলেছিলেন যে, যেদিন একটি ‘অডি’ ব্র্যান্ডের গাড়ি কিনব সেদিনই বিয়ে করব। সেদিন হয়তো আর দূরে নয়। কারণ গত শনিবার ২০১৮ সালের অডি এ৩ মডেলের কালো রঙের একটি গাড়ি কিনেছেন এই চিত্রনায়িকা। তাহলে গাড়ি তো হলো বিয়ে কবে করবেন জানতে চাইলে হাসতে হাসতে জবাবে ফারিয়া বললেন, হ্যাঁ, গাড়ি তো হলো। তবে বিয়ে কবে করবো এখনো জানি না।
আমার মনে হয়, সঠিক সময়ে সঠিক কাজ করা খুবই গুরুত্বপূর্ণ। বিয়েটাও সময়মতো হয়ে যাবে। তিনি আরো বলেন, মানুষের অনেকেরই ইচ্ছে হয় চিকিৎসক, প্রকৌশলী বা অন্য কোনো বড় কর্মকর্তা হবে কিন্তু আমার কাছে গাড়ি কেনার বিষয়টি তেমনই। আমার এখন পর্যন্ত যত ইচ্ছে ছিল, সব অর্জন করেছি। একটি অডি গাড়ি কেনা মানে নিজেকে আরেকটু স্বাবলম্বী করা বলতে পারেন। শনিবার ফারিয়া তার সেই স্বপ্নের ‘অডি’ গাড়িটি হাতে পেয়েছেন। ফারিয়া অনুষ্ঠান উপস্থাপনা করার পর চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ক্যারিয়ারের প্রথম ছবি ‘আশিকী’ মুক্তির পরই তার হাতে চলে আসে আরো বেশ কয়েকটি ছবি। ওপার বাংলার অভিনেতা জিৎ এর বিপরীতে নায়িকা হিসেবে কাজ করেছেন তিনি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে বেশ কয়েকটি ছবিতে দর্শকরা তাকে পেয়েছেন। এরপর সবশেষ ‘পটাকা’ শিরোনামে একটা গানও গেয়েছেন তিনি। নিজের গাওয়া সেই গানের ভিডিওতে তার উপস্থিতি ছিল নজরকাড়া। সামনেই নতুন ছবির খবর দেবেন বলে আভাস দিয়েছেন তিনি।
No comments