ভাইরাল হলো উর্বশীর হট ভিডিও


উর্বশী রাউতেলা। চলতি সময়ের আলোচিত বলিউড অভিনেত্রী। স¤প্রতি নিজের ইনস্টাগ্রাম প্রোফাইলে এমন একটি ভিডিও শেয়ার করেছেন তিনি, তাতে করে শুধু ভক্তদের মাঝে নয়, গোটা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে সেই উত্তাপ। সেই ভিডিওতে বেলে ড্যান্স করতে দেখা গেছে তাকে। তাও আবার বেশ খোলামেলা হয়ে। উর্বশীর সেই হট ভিডিও এখন ইন্টারনেটে ভাইরাল।
সেই ভিডিওতে একের পর এক পড়ছে কমেন্ট। লাইকেরও ছড়াছড়ি। অনেকে আবার সমালোচনাও করছেন এই ভিডিওর। তবে ইতিবাচক কমেন্টই বেশি পড়েছে। বলিউডে উর্বশীর ভিত এখনও পোক্ত না হলেও তার জনপ্রিয়তায় একটুও ভাঁটা পড়েনি। এর জন্য যতটা দায়ী তার সৌন্দর্য, ততটাই দায়ী তার শরীরী আবেদন। বলিউডে গুজব, এই জনপ্রিয়তাকে হাতিয়ার করেই নাকি বেশ জাঁকিয়ে বসেছেন সাবেক এই মিস ডিভা। তার সা¤প্রতিক ভিডিওটি কিন্তু তারই প্রমাণ। 




No comments

Powered by Blogger.