dhallywood
দীর্ঘ অনুপস্থিতির পর আবারো অভিনয়ে চাঁদনী
বাংলাদেশের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী মেহবুবা মাহনূর চাঁদনী। দীর্ঘ দিন ধরে মিডিয়ায় অনুপস্থিত তিনি। চলতি বছরের শুরুতেই কন্ঠশিল্পী ও সংগীত পরিচালক বাপ্পা মজুমদারের সঙ্গে দীর্ঘ ১০ বছরের বৈবাহিক সম্পর্কের ইতি টানেন চাঁদনী। ব্যক্তিগত জীবনের টানাপোড়েন কাটিয়ে উঠে তিনি আবারো অভিনয়ে ফিরছেন।
বাপ্পা মজুমদারের সঙ্গে বিয়ে হওয়ার পর অনেকটা আড়ালেই চলে গিয়েছিলেন এই অভিনেত্রী। এরপর খুব একটা কাজে দেখা যায়নি তাকে। কারণ হিসেবে চাঁদনী বলেন, ‘ঘর-সংসার নিয়ে খুবই এলোমেলো ছিলাম। কাজে মনোযোগী হওয়ার পরিস্থিতি ছিল না। একটু শান্তির জন্য বাবার বাড়ি এসেছিলাম। আমি আসার পরপরই বাবা মারা গেলেন! সব কিছু মিলিয়ে আমি পাথর হয়ে গিয়েছিলাম। যেন কাউকে কিছু বলার নেই, কোনো অনুভূতি নেই।’
তিনি আরো জানান, ‘গত ছয় বছর আমি কাজ থেকে দূরে ছিলাম। সংসারটা মন দিয়ে করতে চেয়েছিলাম। সেটা হলো না। এতে অনেক পিছিয়ে গিয়েছি। এই সময়ের অনেকেই জানে না আমি কী করছি। তবে এটি সত্যি, আমি এখন কাজ করার জন্য প্রস্তুত।’
চাঁদনী বলেন, ‘স¤প্রতি কয়েকটি নাটকের স্ক্রিপ্ট হাতে পেয়েছি। বিজ্ঞাপনের বিষয়েও কথা হচ্ছে। অতীত নিয়ে আর বসে থাকতে চাই না। যে মাধ্যম থেকে আমি সবার কাছে পরিচিতি পেয়েছি সেটিতে আবারো ফিরছি। এটিই এখন আমার জীবন। আমি কাজের মধ্যদিয়ে আগামি দিনগুলো ভালোভাবে পার করতে চাই।’
No comments