ধ্রুব’র গানের মডেল হলেন ‘ঝুমা বউদি’



‘দুপুর ঠাকুরপো’ সিজন ২-তে ঝুমা বউদি হয়ে ঠাকুরপোদের পাশাপাশি সাধারণ দর্শকদেরও ঘুম কেড়ে নিয়েছেন ভোজপুরি অভিনেত্রী মোনালিসা। মোনালিসা নামে সবার কাছে পরিচিত হলেও তার আসল নাম অন্তরা বিশ্বাস। কলকাতায় জন্ম নেওয়া এই অভিনয়শিল্পীর অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে আছে ‘ব্ল্যাকমেল’, ‘মানি হো তো হানি হ্যায়’। বেশ কয়েকটি ছবিতে কাজ করলেও তিনি সবচেয়ে বেশি আলোচিত হন ভারতের দর্শকপ্রিয় টিভি রিয়েলিটি শো ‘বিগ বস’-এ অংশ নিয়ে।
___________________________________________________________


এবার বাংলাদেশের শিল্পী ধ্রুব গুহর একটি গানের মডেল হয়েছেন তিনি। গানটির শিরোনাম ‘তোমার ইচ্ছে হলে’। গত মে মাসের প্রথম সপ্তাহে টানা দুই দিন দক্ষিণ কলকাতায় ‘তোমার ইচ্ছে হলে’ গানের ভিডিওর শুটিং হয়। শুটিংয়ের একটি স্থিরচিত্র ইনস্টাগ্রামে শেয়ার করেছেন  মোনালিসা। এর আগে বাংলাদেশি পরিচালক মনতাজুর রহমান আকবরের ‘টপ সম্রাট’ ছবিতেও অভিনয় করেন মোনালিসা। বাংলা, হিন্দি, ওড়িয়া, এমনকী দক্ষিণী ছবিতেও কাজ করেছেন মোনালিসা।

কলকাতার ভিডিও নির্মাতা প্রতিষ্ঠান টিভিওয়ালা মিডিয়ার ব্যানারে গানটির ভিডিও নির্মাণ করেছেন পরিচালক অরিত্র কর্মকার। কলকাতার বিভিন্ন মনোরম লোকেশনেই চিত্রায়ণ করা হয়েছে গানটির। গানের ভিডিওতে মডেল হয়েছেন ভারতের বাংলা ও হিন্দি সিনেমার চেনামুখ অভিনেত্রী মোনালিসা। ‘তোমার ইচ্ছে হলে’ গানের ভিডিওতে ধ্রুব গুহ, মোনালিসা ছাড়া আরো অভিনয় করেছেন কলকাতার টিভি সিরিয়ালের দুই জনপ্রিয় তারকা প্রিয়াঙ্কা ভট্টাচার্য এবং রেমো কে। আছেন শাশ্বতী মজুমদার, সুজিত বিশ্বাস। 

‘তোমার ইচ্ছে হলে’ গানের শিল্পী ধ্রুব গুহ এর আগে ‘শুধু তোমার জন্য’, ‘যে পাখি ঘর বোঝে না’, ‘আদরে রাখিও বন্ধু’ এবং ‘একলা পাখি’ গানে কণ্ঠ দেন। নতুন গানটির কথা লিখেছেন ও সুর করেছেন আহমেদ রিজভী আর সংগীতায়োজন করেছেন তরিক আল ইসলাম।  ধ্রুব গুহ তার গাওয়া প্রথম গান ‘শুধু তোমার জন্য’ দিয়ে প্রশংসা কুড়ান। দেশের গানে পৃষ্ঠপোষকতা করছেন। নিজেও গান করেন। এটি তার গাওয়া পাঁচ নম্বর গান।

ধ্রুব গুহ বলেন, ‘আমি তাড়াহুড়ো পছন্দ করি না। তাই একটু সময় নিয়েই নিজের কাজটি করতে চাই। যে কারণে একটু বেশিই অপেক্ষা করতে হয়েছে আমার ভক্ত-শ্রোতাদের। গানটি অসাধারণ মেলোডিয়াস একটি গান। সুর হৃদয়কাড়া। আর ভিডিওতেও নতুনত্ব আনতে চেষ্টা করেছি। দর্শক-শ্রোতার কথা চিন্তা করেই ভিডিওটি নির্মাণ করা হয়েছে। তবে সবার আগে গান। আমার নতুন এই গানটি সবার হৃদয় ছুঁয়ে যাবে। পাশাপাশি ভিডিওটিও দর্শকদের বিনোদনের মাত্রা বাড়াবে বলে আমার বিশ্বাস। আগামী ১৯ জুলাই তাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ হবে ‘তোমার ইচ্ছে হলে’ গানটি। পাশাপাশি গানটি শুনতে পাওয়া যাবে ডিএমএস ওয়েবসাইট, জিপি মিউজিক এবং বাংলালিংক ভাইবে।

No comments

Powered by Blogger.