dhallywood
শাকিবের সঙ্গে বড় পর্দায় অভিষেক করতে যাচ্ছেন এভ্রিল
এবার শাকিব খানের সঙ্গে বড় পর্দায় দেখা যাবে, ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ মুকুটধারী জান্নাতুল নাঈম এভ্রিলকে। নতুন ওই চলচ্চিত্রটির বিষয়ে ইতোমধ্যেই শাকিব ও এভ্রিলের সঙ্গে প্রাথমিক আলোচনা শেষ করেছে এক প্রযোজক প্রতিষ্ঠান।
নতুন চলচ্চিত্রে যোগদানের বিষয়টি নিশ্চিত করেছেন জান্নাতুল নাঈম এভ্রিল। বর্তমানে তিনি ছবিতে অভিনয়ের জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানিয়েছেন। এদিকে চলচ্চিত্রের ব্যাপারে এখনই বাড়তি কোনো তথ্য জানাতে নারাজ প্রযোজক প্রতিষ্ঠান। তবে চলতি সপ্তাহেই, চলচ্চিত্রের নাম এবং পরিচালক কে থাকবেন তা জানানো হবে, এমনটাই জানানো হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের তরফ থেকে।
----------------------------------------------------------------------
Related: এভ্রিলের ফটো এ্যালবাম | Photo Album Of Avril
----------------------------------------------------------------------
Related: এভ্রিলের ফটো এ্যালবাম | Photo Album Of Avril
চলচ্চিত্রে সংশ্লিষ্টদের একজন বলেন, ‘এভ্রিল চলচ্চিত্রে আসছেন এটি নিশ্চিত। আমরা পুরো বিষয়টি গুছিয়ে নিচ্ছি। এরপরই প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হবে। তখনই জানানো হবে চলচ্চিত্র ও পরিচালকের নাম। এটা চলতি সপ্তাহেই হবে।’
অন্যদিকে এভ্রিল জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা সুন্দরভাবেই শেষ হয়েছে তার। বর্তমানে তিনি প্রস্তুতি নিচ্ছেন। এ বিষয়ে বিস্তারিত জানতে হলে অপেক্ষা করতে হবে ১৫ জুলাই পর্যন্ত।
No comments