মনের মতো গল্পের নায়িকা তমা মির্জা


জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা তমা মির্জা একের পর এক নতুন নতুন চলচ্চিত্রে কাজ করলেও এতদিন পর নিজের মনের মতো একটি গল্পের নায়িকা হতে পেরেছেন। নতুন চলচ্চিত্র ‘ঝুম’-এ চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। সুমন পরিচালিত এই চলচ্চিত্রের শুটিং শিগগিরই শুরু হবে বলে জানান তমা মির্জা। চলচ্চিত্রটিতে অভিনয় প্রসঙ্গে তিনি বলেন, ঈদের আগেই এই চলচ্চিত্রে কাজ করা নিয়ে কথা হচ্ছিল পরিচালকের সঙ্গে। ঈদের পর গল্প শুনে খুব মুগ্ধ হয়েছি। মনে মনে আমি এই ধরনের একটি গল্পের জন্যই এতদিন অপেক্ষা করছিলাম।
‘ঝুম’ চলচ্চিত্রের মূল গল্প আমাকে কেন্দ্র করেই এগিয়ে যাবে। যে কারণে এই চলচ্চিত্রে অভিনয়ের জন্য আমাকে একটু বাড়তি প্রস্তুতিই নিতে হচ্ছে। আমি খুব আশাবাদী চলচ্চিত্রটি নিয়ে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। 

No comments

Powered by Blogger.